প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সন্তান মোঃ আবু সায়েম। গত ২২ বছর যাবৎ সৌদি আরবের মক্কায় বসবাস করছেন। তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম হৃদয়।
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোঃ আবু সায়েম : ২২ বছর যাবত সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করছি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোঃ আবু সায়েম : দেশ এগিয়েছে অনেক। স্বাধীনতা অর্জনের ৫০ বছরের মধ্যেই বাংলাদেশ নিজস্ব গতিতে এগিয়ে চলছে। এটা আনন্দের বিষয়।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
মোঃ আবু সায়েম : দেশের রূপকার যিনি, তিনি আজ আমাদের মাঝে নেই। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর গতিশীল নেতৃত্বে স্বদেশের উন্নতি-অগ্রগতি চলমান রয়েছে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
মোঃ আবু সায়েম : প্রবাসীদের উন্নয়ন হলেই দেশের উন্নতি হবে, প্রবাসী বা প্রবাস ফেরত কোনো বাংলাদেশী নাগরিক নিজ দেশে যাতে লাঞ্ছিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের প্রতিটি নাগরিকের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোঃ আবু সায়েম : দেশের উন্নতি-অগ্রগতি শতভাগ বাস্তবায়ন করতে চাইলে কারো একার পক্ষে সম্ভব নয়, তাই সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে।