প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা কারাগারের ইসমাইল হোসেন (৫৫) নামের একজন হাজতির মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে তিনি মারা যান বলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়। ওই হাজতির বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও।
আইনগত প্রক্রিয়ায় হাজতির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
কারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাসেল হোসেন জানান, ফরিদগঞ্জ থানার মাদক মামলার আসামী ইসমাইল হোসেন গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা কারাগারে আসে। ৭ মার্চ রাত ৮টায় হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করলে আমরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে সিসিইউতে ভর্তি দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৩৫ মিনিটে তিনি মারা যান। তার হাজতি নং ৮৭০।
এদিকে নিহত ইসমাইল হোসেনের ছেলে বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন এবং আহাজারি করতে থাকেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমার বাবা অন্যায় করলে শাস্তি পাবে। কিন্তু তারা আমার বাবারে মারিলাইছে। আমি এর বিচার চাই।