প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীতে ডাঃ আব্দুল হাই আখন বাড়ি হোসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ করতে বাধা দেয়া হচ্ছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, ১৯৮২ সালের ২৯ নভেম্বর প্রখ্যাত আলেম হযরত মাওঃ মোহাম্মদ উল্লাহ (হাফেজ্জী হুজুর) আখন বাড়ি হোসাইনিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে মাদ্রাসার কার্যক্রম টিনের ঘরে চলমান রয়েছে।
ভবন নির্মাণে বাধা দেয়ায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন আখন বাড়ি হোসাইনিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন। তিনি বলেন, মাদ্রাসাটির শিক্ষার্থী ১৬০-এর বেশি। সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের জন্য আধুনিক ভবন করা জরুরি হয়ে পড়েছে। তাই মাদ্রাসা কমিটি নিজস্ব উদ্যোগে আমাদের পৈত্রিক সম্পত্তিতে ৪ তলাবিশিষ্ট ভিত একাডেমিক ভবন করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু পাশর্^বর্তীদের নানা চক্রান্তে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, একে একে তিনবার মাদ্রাসার ভবন নির্মাণ করতে গেলে বাধা দেয় পাশর্^বর্তী রফিক সরকারসহ অন্যরা। সীমানা নির্ধারণ ও জায়গা মাপার পরেও তারা বাধা দিয়ে আসছে। অথচ সীমানা নির্ধারণে আমিন মাপার সময় মুরুব্বি হিসেবে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজ বেপারী এবং প্রতিপক্ষ সরকার বাড়ির পক্ষে তাদের ভাগিনা হারুন খাঁ উপস্থিত ছিলেন। এরপরেও তারা মাদ্রাসার ভবন নির্মাণ কাজ করতে দেয়নি। এর থেকে দ্রুত পরিত্রাণ পেতে আমরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
৭ মার্চ সোমবার অভিযোগের বিবাদী রফিক সরকারকে পাওয়া না গেলেও তার পক্ষে তার ভাতিজা মোঃ ইউছুফ জানান, আমিন এনে যে পিলার দেয়া হয়েছে তা একতরফা। আমাদের যে জায়গা রয়েছে তা এখনো বুঝে পাইনি। তারা আমাদের জায়গার মধ্যে সীমানা পিলার বসিয়ে দিয়েছে। মাদ্রাসা হোক আমরাও চাই। কিন্তু আমাদের জায়গা আমাদের বুঝিয়ে দিয়ে তারপর মাদ্রাসা করা হোক।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুর সদর মডেল থানার এসআই মকবুল জানান, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। উভয়পক্ষকে জায়গার কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ গাজী বলেন, সীমানা পিলার দেয়ার পরেও মাদ্রাসা নির্মাণ করতে না দেয়া দুঃখজনক। আমি উভয়পক্ষকে ডেকে সমস্যা সমাধানে বিষয়টি নিয়ে বসবো।