প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় ইয়াছমিন আক্তার শান্তা (২২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সর্দারকান্দি গ্রামের মোঃ আমিন ফকিরের স্ত্রী।
বুধবার ভোরে পাকা ভবনের নিজ কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি দেখে শ্বশুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, উপ-পরিদর্শক (এসআই) আবু বকর ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত শান্তার স্বামী সিরাজগঞ্জে ড্রেজারে চাকুরি করেন।
নিহত শান্তার ভাই মোঃ ফয়সাল অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।