বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনা : নিহত ২
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পূর্ব সুয়াপাড়া ও আলীপুর নামক স্থানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শাহরাস্তি থানার ডোম রতন মিয়াজী এবং রিকশা মেকানিক মনির হোসেন (৩৮) মারা গেছেন।

শাহরাস্তি থানার মৃতদেহ উদ্ধার ও সৎকার কাজে নিয়োজিত রতন মিয়াজী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। তিনি ১৩ জুলাই দুপুরে শাহরাস্তি থানার এএসআই আবু সাঈদসহ মোটরসাইকেলযোগে থানায় আসার পথে উয়ারুকের আলীপুর নামক স্থানে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় এএসআই আবু সাঈদ, রতন মিয়াজী ও সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্নত চিকিৎসার জন্যে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, এএসআই আবু সাঈদের হাত ও পায়ের হাড় ভেঙে যায় এবং রতন মিয়াজী ছিলেন অচেতন। রাতে রতনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে গতকাল বুধবার বেলা দেড়টায় মনির হোসেন কালিয়াপাড়া বাজারে কাজ শেষ করে ঘুঘুশালে তার নিজ বাড়িতে সাইকেল চেপে যাওয়ার পথে পূর্ব সূয়াপাড়া মাঝের বাড়ির সামনে আসলে পিছন থেকে আসা একটি তেলের ভাউচার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তেলের ভাউচারটি পালিয়ে যায়। উত্তেজিত জনতা আরেকটি তেলের ভাউচার আটক করে। পুলিশ প্রকৃত তেলের ভাউচার ধরতে ও জিজ্ঞাসাবাদের জন্যে তেলের ভাউচারটি থানায় নিয়ে আসে। নিহত মনির হোসেন ঘুঘুশাল গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়