বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

বলাখালে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, চালক পলাতক

বলাখালে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, চালক পলাতক
কামরুজ্জামান টুটুল ॥

গত শুক্রবার সন্ধ্যা-রাতে হাজীগঞ্জের বলাখাল বাজারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বাবা জিল্লুর রহমান (৪৫) ও ছেলে বায়েজিদ (৮) নিহতের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে। গত শনিবার ময়নাতদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরসহ একইদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত কালু মিয়া বাড়ির পারিবারিক গোরস্তানে তাদের দাফন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার কয়েক ঘন্টা পর শুক্রবার রাতেই থানায় ডেকে নেয়া হয় নিহত জিল্লুর রহমানের বড় ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী জুবায়েরকে। বাবা-ভাইকে হারানো জুবায়ের মামলা করবে না বলে পুলিশকে জানিয়ে দেন। সেমতে তার পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল আজিজ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে, আর ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যুবাইর সৈয়দ জানান, নিহতের পরিবার মামলা দায়ের করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে জিল্লুর রহমান সপরিবারে দীর্ঘদিন ধরে বলাখাল বাজার এলাকায় থেকে ভাঙ্গারি ব্যবসা করে আসছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বড় ছেলে জুবায়েরের ভাঙ্গারির নতুন ব্যবসা প্রতিষ্ঠানে ছোট ছেলে বায়েজিদকে নিয়ে মিলাদে অংশ নেন বাবা। মিলাদ শেষে সড়কের পাশে দাঁড়াতেই গ্রুত গতির পিকআপ ট্রাক বাবা-ছেলেকে ধাক্কা মারলে ছেলে বায়েজিদ ঘটনাস্থলে প্রাণ হারান আর বাবা জিল্লুর রহমান প্রায় আধা ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়