প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
গতকাল বুধবার থেকে ফরিদগঞ্জ পৌর এলাকায় করোনাকালীন সময় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে। সকালে ফরিদগঞ্জ পৌর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উদ্বোধনকালে তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, করোনার এই দুর্যোগকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্যে কাজ করছেন। নিম্ন-মধ্যবিত্তদের জন্যে মুঠোফোনে আড়াই হাজার টাকা করে পাঠাচ্ছেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে দেয়া বা নগদ অর্থ দেয়ার মাধ্যমেও সমাজের অসহায় একটি অংশকে সহায়তা করছেন তিনি। সর্বশেষ ঈদের পূর্ব সময়ে ভিজিএফ-এর আওতায় শুধু পৌর এলাকাতেই তিন সহস্রাধিক লোকের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করছেন। ঈদের পর যারা বাকী থাকবে বা অসহায় রয়ে গেছেন তাদেরকেও ১০ কেজি চাল দেয়ার জন্যে প্রয়োজনীয় বরাদ্দ এসেছে। ব্যবসায়ীদের জন্যে স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ ধনী-গরিব সকল শ্রেণি-পেশার মানুষের জন্যে তিনি নিরলস কাজ করছেন। আমাদের প্রত্যেকের উচিত তাঁর জন্যে দোয়া করার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অবশ্যই মাক্স ব্যবহার করা। আমি আমার পৌরসভায় মাস্ক ব্যতীত কাউকে ঢুকতে দিচ্ছি না। আজকেও যারা চাল নিতে এসেছেন তাদের প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, মাজহারুল আলম মিরন, কাউন্সিলর জাহিদুল হোসেন বাবুল, সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা মহিলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, সহ-সভাপতি হালিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ভিজিএফের আওতায় পৌর এলাকার ৩ হাজার ৮১টি অসহায় পরিবার ১০ কেজি চাল পাবে। ফরিদগঞ্জ পৌরসভা কেন্দ্র ছাড়াও লোকজনের সুবিধার জন্যে মেয়রের আঙ্গীনায়ও আরেকটি কেন্দ্র করে চাল দেয়া হচ্ছে।