প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রোববার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চাঁদপুর সদরকেন্দ্রিকসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা তামিল এবং রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করাসহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম-এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।