বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনে কঠোর হবো
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, রাস্তার যে অবস্থা, সে তুলনায় গাড়ি বেশি। নতুবা যানজট নিরসনে বিভিন্ন গাড়ি সেক্টরের প্রতিনিধিরা পরিকল্পনা দেন, আমরা সেভাবে ব্যবস্থা নেবো। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনে কঠোর হবো। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যে সকল চালক আইন মানবে না তাদের গাড়ি জব্দ করা হবে। সড়ক আইন অমান্য করলে চালকদের শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, চাঁদপুরে ধারণ ক্ষমতার অধিক পরিবহন চলছে। নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোবাইক ক্রমেই বেড়ে চলছে। এটিও যানজট সৃষ্টির অন্যতম কারণ। এখন থেকে সড়কে কোনো অবৈধ ও লাইসেন্সবিহীন পরিবহন চলতে দেয়া হবে না। শহরের যানজট নিরসনে প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের সঞ্চলনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের যৌথ সহযোগিতা দরকার। আমরা চেষ্টা করছি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এক্ষেত্রে কেউ আইন অমান্য করলে কোনো ছাড় দেয়া হবে না।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিআরটিএ ইন্সপেক্টর আব্দুলাহ আল মামুন, টিআই জহির উদ্দিন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিয়া, সাধারণ সম্পাদক ছমিদ মাঝি, বাস শ্রমিক ইউনিয়ের সভাপতি বাবুল মিজি, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুসহ পরিবহন সেক্টেরর নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক বিশৃঙ্খলা রোধে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা চালকদের বুঝাবেন তারা যেনো নিয়ম মেনে গাড়ি চালায়। আপনাদের কথা না শুনলে তাদের প্রতি কঠোর হবেন। যেভাবেই হোক শৃঙ্গলা ফিরিতে আনতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুরে পরিবহন সেক্টরে কোনো শৃঙ্খলা নেই। এভাবে আর চলতে দেয়া হবে না। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নাগরিকের সচেতনতাবোধ একযোগে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়