প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তিতে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। গত ১৪ জুলাই ভোরে তাদেরকে শাহরাস্তি উপজেলার ধোপল্লা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুন সকাল সাড়ে ৯টায় চিতোষী পূর্ব ইউনিয়নের নাটেশ^র দিঘির তিন রাস্তার মোড় থেকে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। এরপর বিভিন্ন গোপন তথ্যের আলোকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই আনিছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল ১৪ জুলাই ভোর ৫টায় উপজেলার ধোপল্লা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা ৪ যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের ইব্রাহিম খলিল আহাদ, সোহান, সাহাদাত হোসেন ও মোঃ হাসান। আসামীদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।