প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর জেলার সর্ববৃহৎ চিকিৎসালয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জন্যে ৫৩ কেজি ওজনের ২০টি সিলিন্ডার পাঠানো হয়েছে।
গতকাল ১৪ জুলাই বুধবার দুপুরে আবুল খায়ের গ্রুপের নিজস্ব কাভার্ডভ্যানে করে এই অক্সিজেন ভর্তি সিলিন্ডারগুলো হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে। আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমরা মূলত এই হাসপাতালে ফ্রি অক্সিজেন সাপোর্ট দেয়ার জন্য সিলিন্ডারগুলো প্রেরণ করেছি। এগুলো হাসপাতালের নির্ধারিত স্থানে রাখা থাকবে। প্রয়োজনে সেখান থেকে অক্সিজেন সরবরাহ করা হবে এবং পরবর্তীতে এই সিলিন্ডারগুলো রিফিলও করা যাবে।
উল্লেখ্য, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটি এখন চালুর জন্যে প্রস্তুত। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে অক্সিজেন সিলিন্ডারের কাজ।