বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুর বাস মালিক সমিতির ওপর শ্রমিকরা ক্ষুব্ধ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

যাদের রক্ত ঘামে শ্রমে বাস মালিকরা মালিক হিসেবে পরিচয় দিচ্ছেন, যাদের কায়িক পরিশ্রমের বদৌলতে রাস্তায় বাস চলাচল করায় মালিক পরিচয় দিতে পারছেন, একটার পর একটা বাসের মালিক হচ্ছেন, এই দুর্যোগকালে সেই বাস শ্রমিকদের পাশে নেই মালিকরা। এ জন্যে শ্রমিকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

করোনা মহামারী চলছে ১৫ মাস যাবৎ। এই মহামারীতে কম-বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন পেশার দিনমজুরদের অবস্থা খুবই করুণ। এমনও অনেকে আছেন কারো কাছ থেকে কোনো সাহায্য না পেলে চুলায় তার ভাতের হাড়ি চড়ানো হয় না। তেমনই দিন-মজুরদের একটি অংশ হচ্ছে পরিবহন শ্রমিক। রাস্তায় চাকা ঘুরলে এদের পেটে ভাত জুটে, অন্যথায় নয়। এই মহামারীর বর্তমান দ্বিতীয় ঢেউয়ে অনেকদিন যাবৎ বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বাস চালক, হেলপারসহ নানা ক্যাটাগরির শ্রমিকরা নিদারুণ কষ্টে আছে। তাদেরকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার সরকারি সহায়তা চাল দেয়া হয়েছে। কিন্তু তাদের এই দুঃসময়ে মালিক পক্ষ পাশে নেই।

গতকাল বুধবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল দেয়া হয় চাঁদপুরের বাস শ্রমিকদের। সেখানে তখন এই প্রতিবেদকের কথা হয় কয়েকজন শ্রমিকের সাথে। তারা জানালেন তাদের কষ্টের কথা। তারা জানান, এই দুঃসময়ে তাদের পাশে মালিক পক্ষের কেউ নেই। বাস মালিক সমিতির সভাপতি কিংবা সেক্রেটারি কেউ তাদের খবরও নেন নি। একইভাবে বাস শ্রমিকদের যে শ্রমিক কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড আছে, সেখান থেকেও তাদের কোনো সহায়তা এই পর্যন্ত দেয়া হয় না। এই দুঃসময়ে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের কোনো খোঁজ খবর না রাখায় তারা ক্ষুব্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়