বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০

বাইতুল মামুর মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ এগিয়ে চলছে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড জিটি রোডে উত্তর বিষ্ণুদী মরহুম সামছুল হক সামু গাজী বাড়িতে ২০শতাংশ জায়গা জুড়ে বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ৫ মার্চ শনিবার বিকেল ৩টায় নির্মাণ কাজ পরিদর্শনে আসেন কমপ্লেক্সের মোতাওয়াল্লী ও চাঁদপুর শহরের ৫নং ঘাটের বিশিষ্ট সার ব্যবসায়ী আলহাজ্ব জিএম মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার জিএম মহসিনুল ইসলাম, কমপ্লেক্সের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ জিএম জাহিদ হাসান প্রমুখ।

কমপ্লেক্সের মোতাওয়াল্লী জিএম মিজানুর রহমান জানান, আমার বাবা মরহুম মোঃ সামছুল হক সামু গাজী। তিনি আমাদের জন্যে অনেক সম্পদ রেখে গেছেন। আমরা ৪ ভাই, ৩ বোন। মায়ের অনুমতি নিয়ে কমপ্লেক্সের জন্য ২০ শতাংশ জায়গা দান করেছি। তিনি আরো জানান, মসজিদের ৫ তলা কাজের প্লান পাস করেছি। বর্তমানে মসজিদটি ২য় তলা পর্যন্ত সম্পন্ন করা হবে। আর ঈদগাহ ময়দান ২ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থার জন্য উপযোগী করা হবে। মসজিদের পাশেই মৃতদেহের গোসল ও ফ্রিজারের ব্যবস্থা করা হবে। এছাড়া কমপ্লেক্সে আমাদের বাড়ির মরহুম আবদুর রশিদ গাজী সাহেবের সন্তানদের মধ্য থেকে এক শতাংশ জায়গা দান করা হয়েছে। যে কেউ কমপ্লেক্স নির্মাণ কাজে শরিক হতে পারবে, তাতে কোনো বাধা নেই। যে যা কিছু দান করবেন সেটা আমাদের কোষাধ্যক্ষের মাধ্যমে সাদরে গ্রহণ করা হবে।

কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করা হয় গতমাসের ২ ফেব্রুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন চাঁদপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মহিবুর রহমান মহিব্বুলাহ। মসজিদের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহমুদুল হাসান। এ সময় কমপ্লেক্স কমিটির বিভিন্ন সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়