প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর এভারগ্রীন ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ক্লাবের ফ্যামিলি ডে সম্পন্ন হয়েছে। ৪ মার্চ শুক্রবার রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-এর সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, আমি সত্যিই এই ক্লাবকে খুব বেশি ভালোবাসি, আর তাইতো দাওয়াত পেয়েই চলে এসেছি ঢাকা থেকে।
তিনি আরো বলেন, এই ক্লাবটাকে আমি খুব বেশি মিস করি। সার্বক্ষণিকভাবে এই ক্লাবের আমি খোঁজ-খবর নিয়ে থাকি। দূরে গিয়েও এই ক্লাবের সাথে আমি সম্পৃক্ত আছি। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। আমার সাথে এই ক্লাবের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে ও থাকবে।
এভারগ্রীন ক্লাবের সভাপতি ডাঃ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, পৌরসভার নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মোঃ সাজ্জাত ইসলাম, চাঁদপুরের বিকাশ ও গ্রামীণ ফোনের এজেন্ট মোঃ আলমগীর আলম জুয়েল, আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী রোটাঃ আলমগীর মিয়াজী আলম প্রমুখ।
ক্লাবের মিডিয়া ও প্রচার সম্পাদক গিয়াস কবির এবং ক্রীড়া সম্পাদক লক্ষণের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন টেকনিক্যাল গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সুলতান মাহমুদ।
উল্লেখ্য, টুর্নামেন্ট শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটি এভারগ্রীন লীগ ও চ্যাম্পিয়ন লীগে ভাগ করা হয়েছিলো। গত ৩ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে এভারগ্রীন লীগে চ্যাম্পিয়ন হয় আবুল কালাম ও মোঃ আলমগীর আলম জুয়েল জুটি এবং চ্যাম্পিয়ন লীগের চ্যাম্পিয়ন হয় মেজবাহ উদ্দিন ঝুটন ও গিয়াস কবির জুটি। রানার্স আপ হয় যথাক্রমে ডাঃ জালাল উদ্দিন রুমি ও সুলতান মাহমুদ জুটি এবং লক্ষণ ও ফারুক জুটি। এভারগ্রীন লীগের তৃতীয় স্থান অধিকারী হন মোঃ মাসুদুর রহমান ও মুন্সী আব্দুল খালেক জুটি। আর চ্যাম্পিয়ন লীগের তৃতীয় স্থান অধিকারী মোঃ মাইনুল ইসলাম ও প্রফেসর শাহাদাত জুটি।