প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বেততলা গ্রামে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে এজাহারে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা করেছে শাহরাস্তি থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ জুলাই বিকেলে বেততলা গ্রামের শাহ আলমের মাছের ঘের নিয়ে আঃ হাবির ছেলে শুক্কুরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্কুর ক্ষিপ্ত হয়ে শাহ আলমের ছেলেদের ওপর এলোপাতাড়ি হামলা করে। এতে শাহ আলমের ছেলে মিনহাজ (১৪), পলাশ (২২) ও নজরুল ইসলাম (১৮) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উক্ত ঘটনার পর মিনহাজ মারা গেছে বলে এলাকায় অপপ্রচার চলানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী শুক্কুরকে আটক করে তাকে বেদম প্রহার করে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্কুরকে উদ্ধার করার চেষ্টা করে। শত শত মানুষের তোপের মুখে পড়ে শাহরাস্তি থানা পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে উত্তেজিত জনতা। উত্তেজিত জনতা শুক্কুরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। এ সময় পুলিশের এএসআই আরিফুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বেশ কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ আহত আরিফুল হাসান ও শুক্কুরকে উদ্ধার করে শাহরস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় পুলিশ ৬ জনকে আটক করে। তারা হলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর সর্দার বাড়ির কামাল সর্দারের ছেলে জামাল হোসেন (৩০), শাহরাস্তি উপজেলার রায়েরবাগ হাজী বাড়ির মোঃ মনির হোসেনের ছেলে আমির হোসেন (৩৭), মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২৫), রায়েরবাগ হাজী বাড়ির মনির হোসেনের ছেলে মোঃ রাজু (২২), মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আবুল কালামের ছেলে তুহিন (২০) ও রায়েরবাগ গ্রামের মনির হোসেনের ছেলে (২৬) রুবেল।
স্থানীয়রা জানায়, শুক্কুর এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ জনগণের উপর অত্যাচার করে আসছে। এজন্যে এলাকাবাসী তার উপর ক্ষিপ্ত। শাহরাস্তি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান জানান, এলাকায় অপপ্রচার চালিয়ে একটি পক্ষ সাধারণ জনগণকে উত্তেজিত করেছে। মিথ্যা গুজব রটিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। নিয়মিত মামলা হয়েছে, আইননানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এদিকে আটককৃতদের ১৪ জুলাই দুপুরে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।