বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০

মতলব উত্তরে যুবকের আত্মহত্যা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় রাজু (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে। রাজু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, ৩ মার্চ বৃহস্পতিবার তার শ^শুর বাড়ির লোকজন আসে এবং তার স্ত্রীকে নিয়ে যায়। তারপর থেকে তার মন-মানসিকতা ভালো কাটছিলো না। শুক্রবার দুপুরে রাজুর ব্যাটারীচালিত অটোরিকশা চার্জ দেয়ার ঘরে অস্বাভাবিক শব্দ হয়। তারপর তার বাবা গিয়ে দেখে রাজু গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এটা দেখে তড়িঘড়ি করে তাকে নামিয়ে মাথায় পানি ঢেলে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু পরক্ষণেই তার নচাচড়া বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা মনে করছেন রাজুর শ^শুর বাড়ির লোকজন এসে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কষ্ট সইতে না পেরে হয়তো আত্মহত্যা করেছে।

মতলব উত্তর থানার পরিদর্র্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি নামানো অবস্থায় দেখি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়