বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রী সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সদয় দৃষ্টি রাখছেন
মোঃ আবদুর রহমান গাজী ॥

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলায় ১শ’ ১৭ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৫৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের চেক তুলে দেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সদয় দৃষ্টি রাখছেন। তিনি গরিব ও অসহায় মানুষের পাশে রয়েছেন। প্রত্যেকটি মানুষ যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন। কেউ বিনা চিকিৎসায় মারা যাবেন এটা তিনি চান না। জেলা প্রশাসক সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, এ.আর.এম. জাহিদ হাসান এবং সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

চেক প্রাপ্তগণের মধ্যে ৬৫ জন ক্যান্সার, ৫ জন কিডনী, ১ জন লিভার সিরোসিস, ৩১ জন স্ট্রোকে প্যারালাইজ্ড, ৪ জন জন্মগত হৃদরোগ ও ১১ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।

৫০ হাজার টাকার চেকপ্রাপ্তরা হলেন : ১। আঃ রহমান বাবুল খান, মাতা মৃত হাছান ভানু, পিতা মৃত আদম আলী খান, পুরাণ আদালতপাড়া, পুরাণবাজার, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২। ফাতেমা বেগম, মাতা আনোয়ারা বেগম, স্বামী কবির হোসেন, গ্রাম : শাসনখোলা, কচুয়া (ক্যান্সার), ৩। মোঃ রফিকুল ইসলাম, মাতা রহিমা বেগম, পিতা সাইদুর রহমান, দক্ষিণ গুণরাজদী, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৪। তানহা আক্তার, মাতা রিজুয়ানা বেগম, পিতা মোঃ ওসমান প্রধানীয়া, হোসেনপুর আশিকাটি, চাঁদপুর সদর (থ্যালাসেমিয়া), ৫। সালমা আকতার, মাতা পেয়ারা বেগম, পিতা মোঃ মোফাজ্জল হোসেন, গ্রাম : মোহাম্মদপুর, হাজীগঞ্জ (ক্যান্সার), ৬। মোঃ হাবিবুর রহমান, মাতা ফিরোজা বেগম, পিতা মোঃ কামরুজ্জামান, গ্রাম : পাতানিশ, হাজীগঞ্জ (ক্যান্সার), ৭। লোকমান হোসেন, মাতা মোমেনা খাতুন, পিতা ফকির মোঃ ওসমান গনি, গ্রাম : ভোলদিঘি, ইউনিয়ন : মেহের দক্ষিণ, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮। হারেছা বেগম, মাতা আছমতি বেগম, পিতা মৃত আবদুল গনি, গ্রাম : রাজাপুরা, ইউনিয়ন : টামটা উত্তর, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৯। ছাদিয়া বেগম, মাতা আমেনা বেগম, পিতা মৃত সুজ্জত আলী, গ্রাম : সোনাপুর, ইউনিয়ন : শাহরাস্তি পৌরসভা (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১০। মোঃ আবদুল বারেক, মাতা আছিয়া খাতুন, পিতা আবিদ আলী, গ্রাম : উল্লাশ্বর, ইউনিয়ন : রায়শ্রী উত্তর, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১১। ওয়ালী উল্লা, মাতা হালিমা বেগম, পিতা রেহান উদ্দিন, গ্রাম : উল্লাশ্বর, ইউনিয়ন : রায়শ্রী উত্তর, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১২। মোঃ আবুল হোসেন, মাতা রাহাতের নেছা, পিতা মৃত সোলেমান জমাদার, গ্রাম : বড়–য়া, ইউনিয়ন : সূচীপাড়া উত্তর, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৩। মোঃ মফিজুল ইসলাম, মাতা মাহমুদা বেগম, পিতা সেকান্দর আলী পাটওয়ারী, গ্রাম : শিমুলিয়া, ইউনিয়ন : সূচীপাড়া দক্ষিণ, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৪। নূরুল আমিন, মাতা সাজুদা বেগম, পিতা শামছুল হক, গ্রাম : দৈলবাড়ি, ইউনিয়ন : টামটা উত্তর, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৫। ফেরদাউছ বেগম, মাতা আমেনা বেগম, পিতা জয়নাল আবেদীন, গ্রাম : খেড়িহর, ইউনিয়ন : চিতোষী পশ্চিম, শাহরাস্তি (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৬। মোঃ গিয়াস উদ্দিন (খোকন), মাতা নূরজাহান বেগম, পিতা আঃ জাব্বার, পূর্ব শ্রীরামদী, পুরাণবাজার, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৭। পারুল, মাতা অহিদা বেগম, পিতা আঃ মান্নান পাটওয়ারী, রেলওয়ে কলোনী, চাঁদপুর সদর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৮। মোঃ মহসীন কবির, মাতা জিন্নতুন নেছা, পিতা মোকবুল হোসেন, হাজী মহসিন রোড, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ১৯। কামরুন নাহার, স্বামী মোঃ আমিনুল ইসলাম, পিতা আমিরুন নেছা, গ্রাম : পশ্চিম গন্ধর্ব্যপুর, উপজেলা : হাজীগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২০। ডাঃ মোঃ মামুনুর রশীদ, মাতা নাজমা বেগম, পিতা ডাঃ ফজলুল করিম, গ্রাম : দক্ষিণ রামপুর, ভেদুরিয়া বাজার, মতলব উত্তর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২১। সেলিম, মাতা মিসেস বছিরা বেগম, পিতা আহম্মেদ, গ্রাম : পিরোজপুর, হাজীগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২২। আবদুল হাশিম, পিতা মৃত এয়াকুব আলী, মাতা মৃত করিম জান, গ্রাম : কংগাইশ, হাজীগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২৩। জাহানারা বেগম, মাতা মৃত রাহাতের নেছা, পিতা আঃ মজিদ, গ্রাম : কংগাইশ, হাজীগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২৪। বকুল আক্তার, মাতা সেতারা বেগম, পিতা মোঃ নূরুল হক, গ্রাম : চাঁদপুর, উপজেলা : কচুয়া (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২৫। মোঃ হানিফ, মাতা ছলেমা খাতুন, পিতা মৃত ছালামত উল্লাহ, গ্রাম : শাহারপাড়, উপজেলা : কচুয়া (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২৬। জিলহজ্ব বেগম, মাতা আশুরা বেগম, পিতা পিতা কালু মজুমদার, গ্রাম : গুলবাহার, উপজেলা : কচুয়া (স্ট্রোকে প্যারালাইজ্ড), ২৭। ফাতেমা বেগম, আয়েশা বেগম, আব্দুল ওয়াদুদ গাজী, দক্ষিণ তরপুরচ-ী, বাবুরহাট, চাঁদপুর (কিডনী), ২৮। সাদিয়া আফরিন প্রাপ্তি, মাতা সাহানাজ আকতার, পিতা শাহপরাণ মজুমদার, গ্রাম : মকিমাবাদ, হাজীগঞ্জ (থ্যালাসেমিয়া), ২৯। তান্নুর আক্তার, মাতা মেহেরুন্নেছা, পিতা মোঃ কাশেম বিশ্বাস, মাদ্রাসা রোড, বিষ্ণুদী, নতুনবাজার, চাঁদপুর (জন্মগত হৃদরোগ), ৩০। ফাতেমা আক্তার, মাতা মিস নাজমা বেগম, পিতা মোহাম্মদ মোকলেসুর রহমান, বিষ্ণুদী রোড, নতুনবাজার, চাঁদপুর (জন্মগত হৃদরোগ), ৩১। নিশাত জাহান, মাতা মরিয়ম বেগম, পিতা মোঃ আব্দুল আজিজ, ভূঁইয়া বাড়ি রোড, অধ্যাপক পাড়া, চাঁদপুর পৌরসভা (ক্যান্সার), ৩২। মিসেস ছালেহা, স্বামী মিজানুর রহমান, মাতা কুলসুমা বেগম, গ্রাম : আডুলী, হাজীগঞ্জ (ক্যান্সার), ৩৩। মোঃ ইছহাক মিয়া, পিতা মৃত আবদুল মতিন, মাতা শাবানা বেগম, গ্রাম : দোয়ালিয়া, হাজীগঞ্জ (ক্যান্সার), ৩৪। আবদুল মাজেদ মিতাব, পিতা মোঃ মহিম হোসেন, মাতা জেসমিন আক্তার, গ্রাম : সুদিয়া, হাজীগঞ্জ (ক্যান্সার), ৩৫। নূর ইসলাম, মাতা হাজেরা বেগম, পিতা মুসলিম খাঁ, গ্রাম পাইকদী, চাঁদপুর সদর (ক্যান্সার), ৩৬। লুতফর রহমান, মাতা রৌশননারা বেগম, পিতা ইদ্রিস আলী বন্দুকসী, গ্রাম : তরপুরচ-ী, চাঁদপুর সদর (ক্যান্সার), ৩৭। মোসাম্মৎ রেজিনা বেগম, মাতা মোসাম্মদ ফাতেমা বেগম, পিতা জাহাঙ্গীর গাজী, গাজী বাড়ি, মৈশাদী, চাঁদপুর সদর (ক্যান্সার), ৩৮। সাব্বির আহমেদ, মাতা খুর্শিদা বেগম, পিতা তাফাজ্জল হোসেন পাটওয়ারী, গ্রাম : গুলিশা, ডাক : ফরক্কাবাদ, চাঁদপুর সদর (ক্যান্সার), ৩৯। মোঃ জান্নাতুল আদল সাজ্জাদ, মাতা জান্নাতুল ফেরদৌসী, পিতা মোঃ নাছির গাজী, গ্রাম : মৈশাদী, চাঁদপুর সদর (ক্যান্সার), ৪০। মোঃ মেহেরুল আলম, মাতা মৃত রোকেয়া বেগম, পিতা মৃত লতিব মোল্লা, গ্রাম : চৌধুরী বাড়ি, মদনা, ১২নং চান্দ্রা ইউনিয়ন, চাঁদপুর সদর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৪১। মোঃ মিজানুর রহমান, মাতা রকমতের নেছা, পিতা মোঃ আবুল খায়ের মাল, গ্রাম : আশিকাটি, চাঁদপুর সদর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৪২। আবদুর সত্তর গাজী, মাতা লতুফা বেগম, পিতা আনামত গাজী, গ্রাম : রামদাসদী, চাঁদপুর সদর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৪৩। মোঃ তারেক হোসেন পাটওয়ারী, মাতা পারুল বেগম, পিতা দেলোয়ার হোসেন পাটওয়ারী, গ্রাম : টাহরখিল, চাঁদপুর সদর (থ্যালাসেমিয়া), ৪৪। মোঃ ইয়ামিন মিজি, মাতা উম্মে হাবিবা, পিতা মোঃ মাহবুব মিজি, গ্রাম : উত্তর বালিয়া, চাঁদপুর সদর (থ্যালাসেমিয়া), ৪৫। মোঃ আলম খান, মাতা মানছুরা বেগম, পিতা মোঃ আবুল বাশার, গ্রাম : আশিকাটি, চাঁদপুর সদর (থ্যালাসেমিয়া), ৪৬। শ্রী প্রিয়লাল চন্দ্র দাস, মাতা স্বর্ব রাণী দাস, পিতা লণী গোপাল দাস, গ্রাম : বাসারা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৪৭। হান্নান বেপারী, মাতা আয়শা খাতুন, পিতা লতিফ বেপারী, মোম ফ্যাক্টরী, পুরাণবাজার, চাঁদপুর (ক্যান্সার), ৪৮। মজিদ ছৈয়াল, মাতা আয়শা বেগম, পিতা কেরামত আলী ছৈয়াল, কোড়ালিয়া রোড, চাঁদপুর সদর (ক্যান্সার), ৪৯। মোঃ আবদুল মান্নান, মাতা আলীমের নেছা, পিতা মোঃ এনজু মিয়া, ব্যাংক কলোনী, নতুনবাজার, চাঁদপুর (ক্যান্সার), ৫০। রহিমা বেগম, মাতা কদর বানু, পিতা আলী হোসেন মজুমদার, খান বাড়ি, খলিশাডুলী, বাবুরহাট, চাঁদপুর (ক্যান্সার), ৫১। বশির উল্যা, মাতা মৃত চাম্পা বানু, পিতা মৃত হাবিবুল্যা, গ্রাম : চরমঘুয়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫২। মারুফা আক্তার, মাতা শামচ্ছুন্নাহার, পিতা আবুল কালাম, গ্রাম : হামছাপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর (ক্যান্সার), ৫৩। মানছুরা বেগম, মাতা সরুফা বেগম, পিতা ইউনুছ বেপারী, গ্রাম : চান্দ্রা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫৪। ফিরোজা বেগম, মাতা মৃত আরফতের নেছা, স্বামী : আব্দুর রাজ্জাক, গ্রাম : সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫৫। হাফেজা বেগম, মাতা মৃত মনোয়ারা বেগম, স্বামী আব্দুল মতিন খান, গ্রাম : ধানুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর (ক্যান্সার), ৫৬। আবদুল আজিজ, মাতা মৃত সাবান বানু, পিতা মৃত আব্দুল জলিল, গ্রাম : শ্রীকালিয়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫৭। হাছনা বেগম, মাতা সেনয়ারা বেগম, পিতা মোঃ আমির হোসেন, গ্রাম : শোশাইরচর, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫৮। আমেনা বেগম, মাতা আংকুরী বেগম, স্বামী : আব্দুর রশিদ, গ্রাম : সুবিদপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৫৯। মোঃ আব্দুর রশিদ, মাতা মৃত ফুলবানু, পিতা মোঃ আব্দুছ ছামাদ মোল্লা, গ্রাম : হর্ণি দুর্গাপুর, পোঃ এখলাসপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬০। কহিনূর, মাতা হালিমা বেগম, স্বামী : ছোলেমান, গ্রাম : উপাধিক, ফরিদগঞ্জ, চাঁদপুর (ক্যান্সার), ৬১। সাহানারা বেগম, মাতা মৃত খাদিজা বেগম, স্বামী তাজুল ইসলাম মিজি, গ্রাম : মূলপাড়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬২। কহিনূর বেগম, মাতা মৃত সবুরা খাতুন, স্বামী আবুল বাসার, গ্রাম : বাসারা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৩। জান্নাতুল ফেরদৌস, মাতা নূরজাহান বেগম, পিতা আবুল খায়ের খন্দকার, গ্রাম : পশ্চিম লাড়–য়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৪। কালু খাঁ, মাতা ফাতেমা বেগম, পিতা মৃত আলী আহম্মদ, গ্রাম : সাহাপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৫। মাকসুদা বেগম, মাতা আরফতের নেছা, স্বামী মোঃ শাহ আলম, গ্রাম : দত্রা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৬। আনোয়ার আহম্মদ তুহিন, মাতা ঝর্ণা বেগম, পিতা খোরশেদ আলম, গ্রাম : চরবড়ালী, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৭। আবু বক্কর ছিদ্দিক, মাতা ফয়জুনের নেছা, পিতা মৃঃ মোঃ হোসেন, গ্রাম : ঘড়িহানা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৮। মুনিয়া আক্তার মিম ফাতেমা, মাতা ছোনিয়া আক্তার, পিতা মোঃমাসুদ আলম, গ্রাম : চরভাগল ফরিদগঞ্জ (ক্যান্সার), ৬৯। ইউনুছ আখন, মাতা কাঞ্চন মালা, পিতা মোঃ রহমান আখন, গ্রাম : চাঁদপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭০। সামছুল হক, মাতা সাবেরী বেগম, পিতা মৃত কামাল গাজী, গ্রাম : কাছিয়াড়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭১। মোঃ আবু ইউছুফ, মাতা মৃত ফয়েজেন্নেছা, পিতা মৃত সামছুল হক, গ্রাম : চরমান্দারী, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭২। রফিকুল ইসলাম, মাতা মৃত মমতা বেগম, পিতা সফিউল্লা, গ্রাম : পোয়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭৩। আবুল কাশেম খান, মাতা মৃত সালেহা খাতুন, পিতা মৃত মোঃ আনোয়ার উল্লা খান, গ্রাম : সেকদী (খাসের বাড়ি), ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭৪। মোঃ মুক্তার হোসেন, মাতা মাহফুজা বেগম, মৃত কুদ্দুত উল্লা, গ্রাম : আষ্টা, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭৫। আমির হোসেন, মাতা অজুফা খাতুন, পিতা শামছল হক, গ্রাম : দক্ষিণ বদরপুর, পোঃ ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭৬। কলমদর কাজী, মাতা মৃত হনুফা বেগম, পিতা মৃত ওমর কাজী, গ্রাম : কাছিয়াড়া, ফরিদগঞ্জ, (ক্যান্সার), ৭৭। আয়শা আক্তার, মাতা মৃত ফিরোজা বেগম, স্বামী : আলী হোসেন, গ্রাম : কাছিয়াড়া, ফরিদগঞ্জ (ক্যান্সার), ৭৮। মোঃ মিজানূর রহমান, মাতা ওহিদা বেগম, পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম : নূরপুর, ফরিদগঞ্জ (কিডনী), ৭৯। মোঃ দিলদার হোসেন ভূঁইয়া, মাতা জাহানারা বেগম, পিতা মোঃ শহীদুল্লা ভূঁইয়া, গ্রাম : ভঙ্গেরগাঁও, ফরিদগঞ্জ (কিডনী), ৮০। মোঃ তোফায়েল আহম্মেদ, মাতা পেয়ারা বেগম, পিতা আবু তাহের পাটওয়ারী, গ্রাম : আষ্টা, ফরিদগঞ্জ (কিডনী), ৮১। সুজন মজুমদার, মাতা রেবা মজুমদার, পিতা সুখ রঞ্জন মজুমদার, নিতাইগঞ্জ রোড, পুরাণবাজার, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮২। ফয়েজের নেছা, মাতা সেতারা বেগম, স্বাম : শহীদুল্লা, গ্রাম : আলোনীয়া, পোঃ নূরনগর, ফরিদগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮৩। গিয়াস, মাতা তারা বানু, পিতা মৃত ছিদ্দিকুর রহমান, গ্রাম : কাসারা, ফরিদগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮৪। আবিদুর রহমান, মাতা মৃত চন্দন বানু, পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম : লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮৫। মোঃ ফারুক হোসেন, মাতা নূরজাহান বেগম, পিতা মোঃ মিছির আলী গাজী, গ্রাম : হাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮৬। মোঃ আব্দুর রহমান, মাতা মৃত হনুফা খাতুন, পিতা বশির উল্লা মিজি, গ্রাম : কেরোয়া, ফরিদগঞ্জ (স্ট্রোকে প্যারালাইজ্ড), ৮৭। আঃ রহমান রাশেদ, মাতা রীনা আক্তার, পিতা মোঃ রুবেল, গ্রাম : চরমান্দারী, ফরিদগঞ্জ (জন্মগত হৃদরোগ), ৮৮। তাসফিয়া সুলতানা, মাতা নাছরিন সুলতানা, পিতা মোঃ আরিফুল ইসলাম, গ্রাম : সকদিরামপুর, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া), ৮৯। সুমাইয়া, মাতা হাজেরা বেগম, পিতা মোঃ আক্তার হোসেন, গ্রাম : বালিথুবা, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া), ৯০। নাজমুন নাহার, মাতা ফেরদৌসী বেগম, পিতা রফিকুল ইসলাম, গ্রাম : সুবিদপুর, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া), ৯১। শারমীন আক্তার লাকি, মাতা মাহমুদা বেগম, পিতা আবুল কালাম পাটওয়ারী, গ্রাম : চৌমুখা, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া), ৯২। কামরুন নাহার মিনু, মাতা শামছুর নাহার, পিতা আবদুল লতিফ পাটওয়ারী, গ্রাম : দায়চারা, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া), ৯৩। মোঃ নসু মিয়া (হাবিব), মাতা রানু বেগম, পিতা বাচ্চু মিয়া বেপারী, গ্রাম : বাইশপুর, মতলব পৌরসভা (থ্যালাসেমিয়া), ৯৪। শাহানাজ বেগম, মাতা বেগম শামছুন্নাহার, পিতা রুহুল আমিন, গ্রাম : করবন্দ, মতলব দক্ষিণ (ক্যান্সার), ৯৫। রুছিয়া বেগম, মাতা মৃত আছিয়া খাতুন, পিতা মৃত মেন্দু ছৈয়াল, গ্রাম : উপাদী, মতলব দক্ষিণ (ক্যান্সার), ৯৬। নাহিদ হাসান, মাতা শিলা আক্তার, পিতা মোঃ ওমর ফারুক, গ্রাম : ধনারপাড়, মতলব দক্ষিণ (ক্যান্সার), ৯৭। মরিয়ম বেগম, মাতা জীবনের নেছা, পিতা মোঃ শাহ আলম, গ্রাম : ঘোড়াধারী, মতলব দক্ষিণ (ক্যান্সার), ৯৮। বসু দেব চন্দ্র সরকার, মাতা মৃত কুঞ্জু রাণী, পিতা মৃত নরহরি চন্দ্র সরকার, গ্রাম : উত্তর বাইশপুর, মতলব পৌরসভা (ক্যান্সার), ৯৯। শেফালী, মাতা আরোজা বেগম, পিতা মৃত আঃ খালেক, গ্রাম : নাউজান, মতলব দক্ষিণ (ক্যান্সার), ১০০। মরিয়ম, পিতা আবদুল লতিফ, মাতা কাফুরের নেছা, গ্রাম : নোয়াগাঁও, মতলব পৌরসভা (ক্যান্সার), ১০১। নিলুফা বেগম, পিতা আব্দুর রহিম, মাতা খায়রুন নেছা, গ্রাম : উনকিলা, ইউনিয়ন : রায়শ্রী উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১০২। আমেনা বেগম, পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা হাতেমুন নেছা, গ্রাম : কৃষ্ণপুর, ইউনিয়ন : সূচীপাড়া দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার), ১০৩। মমতাজ উদ্দিন, পিতা আবীদ আলী, মাতা সৈয়দুর নেছা, গ্রাম : করবা, সেনগাঁও, শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার), ১০৪। হনুফা খাতুন, পিতা ছায়েদ আলী, মাতা ওমরের নেছা, গ্রাম : হোসেনপুর, ইউনিয়ন : টামটা উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১০৫। মোঃ সিরাজুল ইসলাম, পিতা মোঃ আলী আকবর, মাতা মেহের জান, গ্রাম : গুইলপুরা, ইউনিয়ন : টামটা উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১০৬। ছবুরা খাতুন, পিতা মনির উদ্দিন, মাতা ফুলজান বেগম, গ্রাম : সোনাপুর, ইউনিয়ন : শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার), ১০৭। মোঃ আবুল বাশার, পিতা মোহাম্মদ আলী, মাতা সূযবান বেগম, গ্রাম : বানিয়াচোঁ, ইউনিয়ন : মেহের উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১০৮। আছমতের নেছা, পিতা মোঃ আলী আশ্রাব, মাতা মরিয়মের নেছা, গ্রাম : বিশারা, ইউনিয়ন : শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার), ১০৯। আবুল বাসার, পিতা জৈদুর আলী, মাতা হাছান বানু, গ্রাম : সূচীপাড়া, ইউনিয়ন : সূচীপাড়া উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১১০। মোসাম্মৎ সহিদা বেগম, পিতা মৃত আবদুর ছোবাহান পাটোয়ারী, মাতা মৃত আছিয়া খাতুন, গ্রাম : কেশরাঙ্গা, ইউনিয়ন : সূচীপাড়া দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার), ১১১। মতি লাল সরকার, পিতা সতীন্দ্র চন্দ্র সরকার, মাতা অনন্ত বালা সরকার, গ্রাম : ঘুঘুরচপ, ইউনিয়ন : রায়শ্রী দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার), ১১২। এমরোজ আক্তার, পিতা মোঃ আজিজ উল্যাহ, মাতা মনোয়ারা বেগম, গ্রাম : খনেশ্বর, ইউনিয়ন : মেহের উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১১৩। মোঃ মোতালেব হোসেন, পিতা আবদুল মান্নান, মাতা বেলায়েতের নেছা, গ্রাম : বলশীদ, ইউনিয়ন : টামটা উত্তর, শাহরাস্তি (ক্যান্সার), ১১৪। কামরুন নাহার, পিতা নূরুল ইসলাম, মাতা আনোয়ারা বেগম, গ্রাম : পদুয়া, ইউনিয়ন : মেহের দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার), ১১৫। মোঃ জসিম উদ্দিন, পিতা আঃ রশিদ, মাতা মনোয়ারা বেগম, গ্রাম : ভাটনিখোলা, ইউনিয়ন : শাহরাস্তি পৌরসভা (কিডনী), ১১৬। পারভীন আক্তার, পিতা আলী আহমেদ, মাতা আয়াতেন্নেছা, গ্রাম : টামটা, ইউনিয়ন : টামটা দক্ষিণ, শাহরাস্তি (লিভার সিরোসিস) ও ১১৭। নুসরাত জাহান নোহা, পিতা শাহজাহান মিয়া, মাতা জেসমিন আক্তার, গ্রাম : খনেশ্বর, ইউনিয়ন : টামটা দক্ষিণ, শাহরাস্তি (জন্মগত হৃদরোগ)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়