বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

শাহরাস্তিতে গভীর রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ॥ ৫ জনের মৃতদেহ উদ্ধার
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিতোষী-হাসনাবাদ সড়কের পূর্ব নরহ গ্রামে রাতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে পাশর্^বর্তী বাড়ির লোকজন ছুটে আসে। তারা মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে গাড়িটি উদ্ধারে অভিযান চালায়। এ সময় তারা প্রাইভেটকারে থাকা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার হওয়া মৃতদেহগুলো তল্লাশি করে পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হয়। মৃতব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আঃ খালেকের ছেলে নয়ন (২৫)।

শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ৫ জনই মারা গেছেন। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়।

তিনি আরও জানান, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে।

পাশর্^বর্তী পানচাইল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রাইভেটকার পুকুরে পড়ে গেলে একজন মোটরসাইকেল আরোহী তা দেখতে পেয়ে চিৎকার দিলে আমরা ছুটে আসি। এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। গাড়িটি পানিতে ডুবে যাওয়ায় কেউ বের হতে পারেনি। আমরা গাড়ির কাচ ভেঙে তাদের উদ্ধার করি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান, নিহতদের মৃতদেহ উঘরিয়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়