প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের অভিজাত রেস্টুরেন্ট এলিট চাইনিজ রেস্তোরাঁয় চাঁদপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সার ব্যবসায়ীদের উপস্থিতিতে সকলের স্বতঃর্স্ফূত সমর্থনে সুভাষ চন্দ্র রায় সভাপতি পদে এবং শরীফ মোঃ আশ্রাফুল হক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক এমএ মাসুদ ভূঁইয়া। বিশেষ অতিথি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ অতিথিবৃন্দ। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।