প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের আওতায় বিতরণকৃত ২৯টি ছাগলের মধ্যে ১৪টি মারা গেছে। এ নিয়ে চাঁদপুর কণ্ঠসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি তদন্তের ব্যবস্থা নেন, যাতে অনিয়মের সত্যতা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসনকে বিষয়টি সরজমিনে তদন্ত করার জন্যে নির্দেশনা দেন। তদন্তে বিতরণকৃত ছাগলগুলোর বয়স-ওজন-দাম কম পাওয়া গেছে। ছাগলগুলো রোগাক্রান্ত ও অপরিপক্ক বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জামাল হোসেন সঠিকভাবে ছাগল সরবরাহ করেননি। উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন যাচাই-বাছাই না করে ছাগল বিতরণ করায় তারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ হক বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এছাড়া ৩০দিনের মধ্যে বিতরণকৃত ছাগলের কোনো সমস্যা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাগলসহ উপকরণ দিতে বাধ্য থাকবে। সেজন্যে ঠিকাদার পুনরায় ছাগল সরবরাহ করবেন।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ৬০টি ছাগল বিতরণের বরাদ্দ আসে। সেক্ষেত্রে গত ২৬ জানুয়ারি নিবন্ধনকৃত ১৬ জন জেলের মাঝে মোট ২৯টি ছাগল প্রদান করা হয়। তন্মধ্যে ১৪টি ছাগল ২০ দিনের মধ্যে মারা গেছে।