বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মানুষের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের শপথের পর বাকি সাধারণ সদস্য ও সংক্ষিত মহিলা সদস্যসহ মোট ১শ’ ৫৬ জনকে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান ইউএনও শিউলী হরি।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ইউএনও’র সভাপতিত্বে নবাগত জনপ্রতিনিধিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেছেন।

আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক রক্তের বিনিময়ে আমাদের পাওয়া স্বাধীন এই দেশের মানুষের কল্যাণের জন্যে সততার সাথে সকল জনপ্রতিনিধিকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করা অনিবার্য। আসুন, আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারা আরো বেগবান করতে আন্তরিকভাবে কাজ করি।

আলোচনা সভার সভাপতি হিসেবে শিউলী হরি বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সরকারের চালিকা শক্তি হিসেবে তৃণমূল থেকে দেশের স্বার্থে কাজ করতে হয়। কারো সাথে ব্যক্তিগত রেষারেষি কিংবা শত্রুতাকে গুরুত্ব না দিয়ে মানুষের অধিকার থেকে ও কাউকে তার প্রাপ্য অধিকার বঞ্চিত করা যাবে না। মানুষের অধিকার পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে মাথায় রেখে জনকল্যাণের স্বার্থে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়