বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

জ্ঞানের সাথে কর্মের সমন্বয় গুরুত্বপূর্ণ একটি বিষয়
মোঃ আবদুর রহমান গাজী ॥

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ইফার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, জ্ঞানের সাথে কর্মের সমন্বয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন ইমাম সমাজের নেতা। তিনি থাকবেন অনেক গুণে গুণান্বিত। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং চতুর্মুখী জ্ঞানের অধিকারী হতে সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে। প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই ইমাম প্রশিক্ষণ একাডেমীও চালু হয়েছে। ইমামগণ প্রশিক্ষণ নিয়ে আর্থসামাজিক উন্নয়নে সমাজের রোল মডেল হয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করছেন। আজ ইমামরাও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছেÑএটাই হলো সরকারের সফলতা।

ইফার চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফার মাওলানা সোলাইমান। কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মাওলানা মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ কামাল হোসেন। উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ মাহমুদুর রহমান (মতলব দক্ষিণ), মোহাম্মদ হাসান (কচুয়া), মোঃ মজিবুর রহমান (শাহরাস্তি), মোহাম্মদ সালাহ উদ্দিন (চাঁদপুর সদর) মোঃ জাহিদুল হক (ফরিদগঞ্জ), হিসাবরক্ষক আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও প্রশিক্ষণার্থী ইমামগণ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা ক্বারী হাবিবুল্লাহ (তাজবীদ), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন (ডেইরি, পোল্ট্রি এবং আদর্শ খামার প্রতিষ্ঠা), ওছমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুস্তফা কামাল (একটি আদর্শ খুৎবা এবং প্রথম ও দ্বিতীয় খুতবার বৈশিষ্ট্য), জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান (আধুনিক মৎস্য খামার স্থাপন ও ব্যবস্থাপনা), ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মোহাম্মদ আনোয়ার মোল্লা (ফতুয়া ও মাসায়েল কী এবং মাযহাব অনুসরণের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা), অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন (সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং মানবসম্পদ উন্নয়নে ইমামদের করণীয় কী), চাঁদপুর সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ রুহুল আমিন (ইসলামী বুনিয়াদি শিক্ষা, একজন আদর্শ ইমাম-মুয়াজ্জিনের গুণাবলি), ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন (মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার গুরুত্ব), অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী (দ্বীন ইসলাম শিক্ষার গুরুত্ব), জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার (বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে আমাদের করণীয়), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন (আধুনিক মিশ্র ফল বাগান ও নার্সারি স্থাপন) এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম (ইসলাম প্রচারে দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়