বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সরকার খামারিদের সুযোগ-সুবিধা প্রদান করে স্বাবলম্বী করছে
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, প্রাণিজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধি ও গবাদি পশু পালনে এবং উন্নত জাত নির্বাচনে খামারিদের সচেতন করার লক্ষ্যে সরকার এ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে খামারিরা অংশ নেয়ার মাধ্যমে নিজেদেরকে আরো দক্ষ খামারি হিসেবে গড়ে তুলতে পারবে। সরকার খামারিদের সুযোগ-সুবিধা প্রদান করে স্বাবলম্বী করছে। গত ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একদিনের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদার পাশাপাশি বেকার সমস্যা দূর করতে হবে। প্রধানমন্ত্রী কর্তৃক যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে খামারিদের সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই এ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা প্রাণিসম্পদ খাত বিকাশের জন্যে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাজ করছি। যে কারণে অতীতের তুলনায় বর্তমানে দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রাণিসম্পদ সেক্টরে এতো বিকাশ ঘটেছে যে, এখন কোরবানির জন্যে ভারত থেকে আমাদের আর গরু, মহিষ না আনলেও চলে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপ্রধানে এবং সমাজসেবক ও সাংবাদিক মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও মোহনপুর পর্যটন লিঃ-এর পরিচালক কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, খামারিদের পক্ষে ওয়াজ কুরুনী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানভীর আনজুম অনিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একে আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন ও অ্যাডঃ মহসীন মিয়া মানিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়