বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বিএনপি ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়
মোহাম্মদ মহিউদ্দিন ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে যে কাজটি করা হচ্ছে এর বিপরীতে ভিন্নতর কোনো উপায় যদি বিএনপির কাছে থাকে তাহলে তারা সেটি উপস্থাপন করতে পারে। আওয়ামী লীগ যে কাজই করে বিএনপি বরাবরই তার বিরোধিতা করে আসছে। কারণ বিএনপি একনায়কতন্ত্রে বিশ^াসী। তারা একনায়কতন্ত্রের ওপর ভর করে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়।

তিনি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানের শুরুতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ উপজেলার ১২ ইউনিয়নের নবনির্বাচিত ১০৮ জন ইউপি সদস্য ও ৩৬ জন সংরক্ষিত সদস্যকে শপথবাক্য পাঠ করান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব উল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন ও জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, নবনির্বাচিত সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, পাথৈর ইউপি চেয়ারম্যান মোঃ আলী আক্কাস মোল্লা, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী।

একইদিন মহীউদ্দীন খান আলমগীর এমপি একই স্থানে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্যে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে কচুয়া উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ৩৩ জন বীর মুক্তিযোদ্ধার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়