প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ভাষাবীর এমএ ওয়াদুদ স্মরণে পুরাণবাজারে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পুরাণবাজার লোহারপুল পাকা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। উদ্বোধক ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মিলন।
টুর্নামেন্টের আয়োজক চাঁদপুর জেলা যুবলীগ নেতা মোঃ সোহাগ গাজীর সভাপ্রধানে ও পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদুল হাসান তানভীর, মোহাম্মাদ নাঈম, মোঃ আল-আমিন, মোঃ জহির খান, বাকির হোসেন শুভ, দীপু ঢালীর পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ ফয়সাল হাবিব, মুনসুর আহমেদ পাটওয়ারী, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদারসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, আমার বাবা মরহুম এমএ ওয়াদুদ সাহেব বায়ান্নর ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু যে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছিলেন, সেই স্বেচ্ছাসেবক বাহিনীর আহ্বায়কের দায়িত্বে ছিলেন আমার বাবা। বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ ছাত্রলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আমার বাবা।
আমি এবং আমার ছোট বোন দুজনে আব্বার কাছ থেকে ছোটবেলায় শুনেছি রাজনীতি হলো মানুষের সেবা করা এবং দেশের জন্যে কাজ করা। কিন্তু আজকে রাজনীতিকে অন্যভাবে নিয়েছে সবাই। রাজনীতি মানে নিজের জন্যে কিছু করা না, মানুষের জন্যে এবং দেশের জন্যে কিছু করা। তাই আমি বলবো, তরুণ ও যুবসমাজ সেই আদর্শ নিয়ে বড় হবে।
ডাঃ ওয়াদুদ টিপু আশাবাদ ব্যক্ত করে বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র খুবই কর্মদক্ষ একজন জনপ্রতিনিধি। আমার বিশ্বাস, এলাকার প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জন্যে একটা করে মাঠের ব্যবস্থা তিনি করতে পারবেন।
ডাঃ জেআর ওয়াদুদ টিপু সুন্দর আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী একটি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
ফাইনাল খেলায় স্থানীয় মাস্টার ব্লাস্টার ও টিম টর্নেডো অংশ নেয়। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৮ রান সংগ্রহ করে টিম টর্নেডো।
জবাবে মাস্টার ব্লাস্টার ক্লাব ২ উইকেটে এক ওভার হাতে রেখে ৪০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৬ উইকেটে চ্যাম্পিয়ন হয় মাস্টার ব্লাস্টার ক্লাব। একাই চার উইকেট পাওয়ায় চ্যাম্পিয়ন দলের রাব্বি ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ফ্রিজ এবং রানার্সআপ দলকে এলইডি টিভি দেয়া হয়।