বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর টেকনিক্যাল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশের ক্ষুদ্র থেকে বৃহত্তর খামারিদের উদ্বুদ্ধ করেছি আমরা। সে কারণে দেশে মাছ-মাংসে পরিপূর্ণ হয়েছে।

তিনি বলেন, পূর্বে মানুষের একবেলা খাবার খেতে অনেক কষ্ট করতে হতো। এখন কিন্তু এমন নয়। বরং তিনবেলা খাবারই মিলছে মাছ-মাংসে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিলো, তখনই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যনিরাপত্তা ও পুষ্টির লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মকবুল হোসাইন।

যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবীর সুমন, পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। এ সময় বিপুল পরিমাণ দর্শনার্থী পরিদর্শনে আসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়