প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গত ১০/০২/২০২২খ্রিঃ তারিখে দৈনিক চাঁদপুর কণ্ঠের ১ম পাতায় ‘শাহরাস্তিতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রান্তিক বহুমুখী সমবায় সমিতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ জসিমউদ্দিন পাটওয়ারী এবং আলী হায়দার মজুমদার। প্রতিবাদ লিপিতে তারা দাবি করেন, উল্লেখিত প্রান্তিক সমবায় সমিতি লিমিটেড যার রেজিঃ নং-১০২২/চাঁদ/০৮ তাং ১৫/১০/২০১৮ খ্রিঃ সমবায় আইন ২০০১ সংশোধিত ২০১৩ অনুযায়ী গঠিত হয়। উক্ত সমবায় সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত ০৮/০/২০১৮ খ্রিঃ তারিখ পর্যন্ত মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী সাধারণ সম্পাদক ও আলী হায়দার মজুমদার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিন মেয়াদে দায়িত্ব পালন শেষে নিয়মানুযায়ী বিগত ০৮/১০/২০১৮ খ্রিঃ তারিখে জেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে শাহ মাখদুমকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে প্রান্তিক সমবায় সমিতির সকল হিসাব-নিকাশ বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে বিগত ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ সালে জেলা সমবায় অফিসের তত্ত্বাবধানে দুটি নিরীক্ষা কার্য সম্পাদিত হয়। যাতে আমাদের কোনো অনিয়মের উল্লেখ নেই। বর্তমানে কতেক কুচক্রী মহল আমাদের সুনাম, সুখ্যাতি বিনষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করায় প্রান্তিক সমবায় সমিতির কোনো অর্থ-আত্মসাতের সাথে আমাদের সম্পৃক্ততা নেই। তাই প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
জিডি ১২০/২২