বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

রমজানে স্বল্প আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য কেনার ফ্যামিলি কার্ড : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

রমজানে স্বল্প আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য কেনার ফ্যামিলি কার্ড : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার ॥

করোনাকালে অনেকের আয় কমেছে। প্রভাব পড়েছে সীমিত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায়। এ অবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে তাদের কষ্ট আরও বাড়ে। মুনাফালোভী ব্যবসায়ীরা দাম বাড়াতে প্রতিনিয়ত অজুহাত খোঁজে। দাম বাড়ার আগেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। আগে কম দামে কেনা পণ্য সুযোগ মতো বাড়িয়ে দেয়। ক্ষেত্রবিশেষে সংঘবদ্ধ হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা। কারণে-অকারণে দাম বাড়ায় তারা। এ পরিস্থিতিতে সামনে আসছে রমজান মাস। চাঁদপুরে পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য যাতে সাধারণ মানুষ কিনতে পারে সেজন্যে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা করেছে চাঁদপুর জেলা প্রশাসন।

১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, রমজান মাসে মানুষের যেনো কষ্ট না হয়, এ সময় ন্যায্যমূল্যে যেনো মানুষ পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যসামগ্রী যেনো মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্যে বাণিজ্য মন্ত্রণালয় কিছু কর্মকৌশল ও পরিকল্পনা নির্ধারণ করেছেন। যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার যোগ্য তাদের জন্যে তালিকা করা হচ্ছে। তাদেরকে ফ্যামিলি কার্ড দেয়া। কার্ড ছাড়া কারো কাছে টিসিবির পণ্য বিক্রির কোনো সুযোগ নেই। আমাদের দেখতে হবে যারা সুবিধাবঞ্চিত ও প্রকৃত অর্থে যাদের এ সরকারি সাহায্যের প্রয়োজন তারাই যেনো এই কার্ডটি পায়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, জেলা মার্কেটিং অফিসার কামরুজ্জামান রূপমসহ চাঁদপুরে টিসিবির ডিলার ও তাদের প্রতিনিধিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়