প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফরিদগঞ্জের মাটি ও মানুষের প্রাণপ্রিয় অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ সকল কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।