প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অ্যাডঃ সিরাজুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি এক শোক বিবৃতিতে বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের মাতা ছায়েরা খাতুনের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়।