বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফাইনালে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলমান ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। কাল ১৫ ফেব্রুয়ারি দুদল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

রোববার অনুষ্ঠিত দিনের প্রথম সেমি-ফাইনালে চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টারকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। অপরদিকে একইদিন ২য় সেমি-ফাইনালের রুদ্ধশ^াস ম্যাচে প্রফেসরপাড়া ক্রীড়া চক্রকে ৭ রানে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অজন করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে ক্রিকেট কোচিং সেন্টার ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে শেখ রাসেল ক্রীড়া চক্র ১৩ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে। দলের পক্ষে ব্যাট হাতে শেখ রাসেলের ফজলু ৩৯ বলে ৫৯ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে। জবাবে ১৪৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র। দলের ব্যাটসম্যান সোহাগের ঝড়ো ব্যাটিংয়েও তারা তীরে এসে হেরে যায়। দল হেরে গেলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রফেসরপাড়ার সোহাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়