প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ছয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ২শ’ ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ২শ’ ৯ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৯৪.৬৭%। আলিম পরীক্ষায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২শ’ ৬৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ’ ৬৭ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাসের হার ৯৯.২৫%। এছাড়াও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ৮৯ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করলেও কোনো জিপিএ-৫ নেই।
ফলাফল থেকে জানা যায়, মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩শ’ ৮৩ জন অংশগ্রহণ করে ৩শ’ ৫৯ জন পাস করে, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন, পাসের হার ৯৩.৭৩%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২শ’ ৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ’ ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাসের হার ৯৬.৮২%। নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে ২শ’ ৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ’ ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাসের হার ৯০.৯৭%। মুন্সিরহাট কলেজ থেকে ২শ’ ২২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ’ ১০ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন, পাসের হার ৯৪.৫৯%। ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে দুজন। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ১৮ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
আলিম পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৪ জন, নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ১১ জন এবং নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে। ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে এক জন। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন, পাসের হার ৯৭.৪৩%। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে ৫৬ জন। পাস করেছে ৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে দুইজন, পাসের হার ৯৮.২১%।