প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড উত্তর বিষ্ণুদী সামু গাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের সেক্রেটারি হয়েছেন মোঃ মুখলেছুর রহমান তালুকদার। তিনি এ কমপ্লেক্সের সেক্রেটারী নির্বাচিত হতে পেরে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান গাজীসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া তিনি ওই এলাকার মোল্লা বাড়ি আল-আমিন জামে মসজিদের যুগ্ম সম্পাদক ও তালুকদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের সাবেক সাধারণ ছিলেন। তিনি চাঁদপুর প্রধান ডাকঘরে হেড পোস্টম্যান হিসেবে কর্মরত আছেন।
বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের বর্তমান নির্মাণ কাজ ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার থেকে চলমান অবস্থায় রয়েছে। সে সুবাদে তিনি সকল দ্বীনদার মুসলমান ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।