প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
এইচএসসি ও আলিম পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৮টি কলেজ থেকে ২শ’ ২০ জন ও ২৭টি সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় মাত্র ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও ২টি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে।
২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ২১৯ জন। অপরদিকে আলিম পরীক্ষায় ৬শ’ ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬শ’ ৭৮ জন পাস করেছে।
জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩৯ জন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে ১শ’ ৭ জন, শোল্লা স্কুল এন্ড কলেজ থেকে ২৫ জন, চির্কা চাঁদপুর স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন, কালিরবাজার কলেজ থেকে ১১ জন, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ থেকে ১৭ জন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১৪ জন ও লাউতলী আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন।
অপরদিকে আলিম পরীক্ষায় ৬শ’ ৮৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৭ জন। এর মধ্যে ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা থেকে ৫ জন, হাঁসা ফাজিল মাদ্রাসা থেকে ৩ জন, পুরাণবাজার আলিম মাদ্রাসা থেকে ৩ জন, রামপুর বাজার ফাজিল মাদ্রাসা থেকে ২ জন, পশ্চিম পোয়া আলিম মাদ্রাসা থেকে ১ জন, ইসলামপুর ফাজিল মাদ্রসা থেকে ১ জন ও রূপসা আলিম মাদ্রাসা থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে।
ভোকেশনালের ২টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া ১শ’ ৪৭ জনের মধ্যে ১শ’ ৪৭ জন পাস করলেও শামছুদ্দীন খান কারিগরি বাণিজ্যিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন পরীক্ষার্থী।