প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাইমচরে ২টি কলেজে ৭২০ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৯৪ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৬.৩৮%। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। ২টি কলেজের মধ্যে হাইমচর সরকারি কলেজের পাসের হার ৯৭.১৪% এবং মোয়াজ্জেম হোসেন কলেজের পাসের হার ৯২.২০%।
মাদরাসা বোর্ডের অধীনে হাইমচরে ৩টি মাদ্রাসার ১৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫৬জন। পাসের হার হয়েছে ৯২.৮৫%। জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।
হাইমচর সরকারি কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় ২১২ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২০৩ জন, পাসের হার ৯৫.৭৫%, জিপিএ-৫ পেয়েছেন ৩জন। মানবিক বিভাগ থেকে ২৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৯৭.৭০%। বিজ্ঞান বিভাগ থেকে ১৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন, পাসের হার ৯৭.১৪%।
মোয়াজ্জেম হোসেন কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাসের হার ৯৬.৬৬%। মানবিক বিভাগ থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭১ জন, পাসের হার ৯২.২০%, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসা থেকে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৪ জন। পাসের হার ৯৫.৬৫%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কাটাখালি হামিদিয়া মাদরাসা থেকে ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৯জন, পাসের হার ৯২.৮৫%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। আলগীবাজার আলিম মাদরাসা থেকে ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৩ জন কৃতকার্য হয়েছে, পাসের হার ৯১.২৫%, জিপিএ-৫ পেয়েছে ২ জন।