প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
সদ্য প্রকাশিত এইচএসসি ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলার ৪টি উপজেলায় ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬০ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯৪৩ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হন, পাসের হার শতকরা ৯৮.২৩।
ফলাফল অনুযায়ী চাঁদপুর সদরের ১টি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। হাজীগঞ্জ উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৬৩৭ জন, উত্তীর্ণ হয়েছেন ৬২২ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, পাসের হার ৯৭.৬৫। মতলব দক্ষিণ উপজেলার ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮৯ জন, উত্তীর্ণ হয়েছেন ৮৭ জন। কেউ অর্জন করেন নি জিপিএ-৫। পাসের হার ৯৭.৭৫। ফরিদগঞ্জ উপজেলার ২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৪৭ জন, উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১ জন। পাসের হার শতভাগ। হাইমচর উপজেলার ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮৭ জন, উত্তীর্ণ হয়েছেন ৮৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১ জন। পাসের হার শতভাগ। প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ উপজেলা, আর পাসের হারে প্রথম হয়েছে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান।