বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কলেজের ইতিহাসের সেরা ফলাফল : অধ্যক্ষ
গোলাম মোস্তফা ॥

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ইতিহাসের সেরা ফলাফল অর্জন করেছে চাঁদপুর সরকারি কলেজ। জেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠ থেকে এ বছর শতকরা ৯৯.৫৭% পাস করার পাশাপাশি জিপিএ ফাইভ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী। এ ফলাফল এইচএসসি পরীক্ষায় অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। পরীক্ষায় অংশ নেয়া সর্বমোট ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত থাকায় বোর্ড থেকে এই ২ জনকেই অকৃতকার্য দেখানো হয়েছে। আর এই ২ জন অকৃতকার্য বাদে সকলেই কৃতকার্য হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। কারণ এ বছর চাঁদপুর সরকারি কলেজ ইতিহাসের সবচেয়ে সেরা ফলাফল অর্জন করেছে। আমি এই সাফল্যের জন্যে আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই করোনাকালীন দুর্যোগের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ফলাফল আমরা পেয়েছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর সদর আসনের মাননীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয়ের কাছে। তাঁর সঠিক দিকনির্দেশনায় চাঁদপুর সরকারি কলেজের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি চাঁদপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় এই প্রতিষ্ঠানটির এগিয়ে চলায় নানাভাবে সহযোগিতা করছে। আগামী দিনেও চাঁদপুরের সর্বস্তরে জনগণের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়