বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

এইচএসসিতে জেলার শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলার মোট ৬২টি কলেজের মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ স্থানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ।

জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সরকারি কলেজ থেকে ৩টি বিভাগে মোট ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ১৫৬ জন পরীক্ষার্থী। এ বিভাগে সকল শিক্ষার্থী পাস করেছে। পাসের হার শতভাগ, আর জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।

মানবিক বিভাগ থেকে ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬৫ জনই পাস করে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৫০ পরীক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪১ জন পরীক্ষার্থী, পাস করেছে ১৩৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাসের হার ৯৮.৫৮ শতাংশ।

শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখায় ২ জন পরীক্ষার্থী ফেল করায় পাসের হার ৯৯.৫৭ শতাংশ দাঁড়িয়েছে।

এক কথায় জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজটি চলতি বছরের ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ অবস্থানে রয়েছে। জেলার সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানও কলেজটি।

জানা যায়, চাঁদপুর সরকারি কলেজের অতীত ঐতিহ্য অক্ষুণœ রাখতে বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে শিক্ষকবৃন্দের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীতে আরো ভালো ফলাফলের আশায় রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়