বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

তাঁদের কর্মগুণেই তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শংকর চন্দ্র দে, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকের পিতা হাবিব উল্লাহ খান ও প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরে কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

শোক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী ও শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, ক্লাবের প্রবীণ সদস্য অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, ফারুক আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটন, কাদের পলাশ, একে আজাদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফণী ভূষণ চন্দ, শওকত আলী, ক্লাবের সদস্য মিজানুর রহমান, এমআর ইসলাম বাবু, এসএম মোরশেদ সেলিম, আজীবন সদস্য এমআই মমিন খান, চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, প্রয়াত শংকর চন্দ্র দে’র ছোট ছেলে পার্থ প্রতিম দে, মরহুম মিয়া মুহম্মদ আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলাম।

বক্তাগণ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও আত্মার সদগতি কামনা করে বলেন, তাঁরা তাঁদের কর্মগুণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রয়াত শংকর কুমার দে ছিলেন একজন বিনয়ী মানুষ, তিনি সাংবাদিকতাসহ অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। কখনো কোনো প্রাপ্তির পেছনে তাঁর সাংবাদিকতা পেশাকে কাজে লাগাতে চেষ্টা করেন নি। একজন নিরহংকারী মানুষ হিসেবে আমরা সকলেই তাঁকে চিনি। তাঁর চরিত্রের একটি বড় গুণ ছিলো, যখনই কোনো পরিচিত কাউকে দেখতে পেয়েছেন তখনই তাঁকে খুব নিবিড়ভাবে জানতে চেয়েছেন, ভালো আছেন? বাসার সকলে ভালো আছে? এই যে পারিবারিকভাবে একজনকে আপন ভেবে তার খোঁজ-খবর নেয়া-এটাই ছিলো শংকর দা’র মানসিকতার বড় গুণ। আমরা এ মানুষটিকে শ্রদ্ধা জানাই।

প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেকের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন স্বাধীনচেতা আপোষহীন সাংবাদিক। কর্ম জীবনে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। যখন যা ন্যায় মনে করেছেন, তখন তা-ই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করেছেন। সাংবাদিকতা পেশাকে কাজে লাগিয়ে কখনো অর্থনৈতিক সফলতা অর্জনের চেষ্টা করেন নি। তাই জীবনের শেষ সময় অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তাঁকে দিন কাটাতে হয়েছে। আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এ ভেবে যে, মিয়া মুহম্মদ আব্দুল খালেক প্রেসক্লাবের সদস্য না হওয়া সত্ত্বেও আমরা তাঁকে সম্মান জানাতে পেরেছি। তাঁর শোকসভার আয়োজন করেছি। আমরা সকল সময়ই অসাম্প্রদায়িকতাকে বিশ^াস করি এবং ভালো কাজ সম্পন্ন মানুষদেরকে শ্রদ্ধা জানাই।

বক্তাগণ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা মোঃ হাবিব উল্লাহ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হাবিব উল্লাহ খান চাঁদপুর শহরের অনেক বড় ব্যবসায়ী না হলেও তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল এবং একজন ভালো মনের উদার মানুষ। কীভাবে বড়দের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, সে বিষয়ে তারাই ভালো বলতে পারবেন যারা এ মানুষটির সাথে মিশেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন নিরহঙ্কারী মানুষ। পরিচিত মানুষদের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অবলীলায়। আমরা এ সকল মানুষের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বক্তাগণ আরো বলেন, আমরা আজ এ তিনজন মহতী মানুষের জন্য শোকসভার আয়োজন করতে পেরে খুবই গর্বিত। আমরা আশা করি তাদের পরিবার-পরিজন প্রতি বছর তাদের জন্য শোকসভার আয়োজন করবেন এবং আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবো।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ। এ সময় ক্লাবের সদস্য অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের মায়ের আশু আরোগ্য কামনা করেও দোয়া করা হয়। শোকসভায় সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়। শোক সভায় সাংবাদিকসহ প্রয়াত শংকর চন্দ্র দে, হাবিব উল্লাহ খান, মিয়া মুহম্মদ আব্দুল খালেকের পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। শোকসভায় প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়