প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
আজ প্রথম সেমিফাইনালে খেলবে শেখ রাসেল ও ক্রিকেট একাডেমী
নিতাইগঞ্জকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র
চাঁদপুর স্টেডিয়ামে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে শনিবার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো প্রফেসরপাড়া ক্রীড়া চক্র।
|আরো খবর
আজ থেকে শুরু হবে টুর্নামেন্টের সেমিফাইনালের খেলাগুলো। আজ রোববার সকাল ৯টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী। খেলায় যে দল জয়লাভ করবে সে দলই ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালে খেলবে।
শনিবার প্রফেসরপাড়া ও নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের মধ্যকার খেলায় প্রথমে ব্যাট করে নিতাইগঞ্জ। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সজীব ৫৩ বলে ৪৬ রান ও মেহেদী ৪০ বলে ৪২ রান করে। বল হাতে প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের রাকিবুল ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
প্রফেসরপাড়া ক্রীড়া চক্র ১২০ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামে। তারা ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে শিপন ৫৪ বলে ৫০ রান ও সোহাগ ২৩ বলে ২৭ রান করেন। বল হাতে নিতাইগঞ্জের নাজমুল ৪ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন প্রফেসরপাড়ার শিপন।