বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বিষ্ণুপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ পুড়ে গেছে ৫টি বসতঘর

ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বিষ্ণুপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ পুড়ে গেছে ৫টি বসতঘর
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে সিলিন্ডার গ্যাসের আগুনে পুড়ে গেছে সুগন্ধি গ্রামের গাজী বাড়ির এক শিশুসহ ৫টি বসতঘর। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর ঘরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় পাশর্^বর্তী আরো ৪টি বসতঘর নিমিষেই পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি জয়নাল গাজীর ৩ বছরের ঘুমন্ত শিশু। পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। স্থানীয় লোকজন তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার খবর শুনে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সাথে কথা হলে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মোট ৫টি বসতঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আর এক শিশু মারা যায়। এক প্রশ্নের জবাবে বলেন, আগুনে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়