প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত জীপ গাড়িচালক মোঃ আবু তাহেরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন ভোকেশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি চাঁদপুর শহরস্থ নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
জানাজায় ইমামতি করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওঃ কেফায়েত উল্লাহ। জানাজার নামাজ শেষে চাঁদপুর পৌর কবরস্থান মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজের পূর্বে মরহুমের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী ও মরহুমের বড় ছেলে সদর উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন।
উল্লেখ্য, মোঃ আবু তাহের ২৯ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদে কর্মরত অবস্থায় অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভর্তি করানো হয়। শারীরিকভাবে কিছুটা উন্নতি দেখলে পরদিন তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। সোমবার সকালে শারীরিক অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। মঙ্গলবার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গ্রীন লাইফ হাসপাতালে ডাঃ এবিএম আব্দুল্লাহের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ঢাকা থেকে তাকে চাঁদপুর নিয়ে আসা হয়। এদিন রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ মোঃ দিদার হোসেনের পিতা মোঃ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
সদর উপজেলা পরিষদের শোক
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের জীপগাড়ি চালক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ মোঃ দিদার হোসেনের পিতা মোঃ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউএনও সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা। তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন।