বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

নদীর পাড়ের ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৮ শ্রমিককে ১ বছর করে কারাদণ্ড
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ১ বছর করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। দ-প্রাপ্ত প্রত্যেক আসামীকে ১ বছর করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি এলাকার দুলাল সরকারের ছেলে মোঃ হাবিবুর রহমান (২০), একই উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকার ফয়জুল হকের ছেলে আরিফ হাসান (২৪), নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই কলোনির মৃত বাহাজ উদ্দিনের ছেলে আঃ আলীম (২৪), একই এলাকার মোঃ আলেক নবীর ছেলে সুজন (২৫), সুনামগঞ্জ জেলার পাগলা গ্রামের অলি মিয়ার ছেলে আলী নূর (২০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আতিক উল্ল্যাহর ছেলে বিপ্লব (২৩), বগুড়া জেলার কাহালু উপজেলার মুনসুর আলীর ছেলে মোঃ আল-আমিন (২৫) ও নোয়াখালি জেলার কবিরহাট উপজেলার মজিবুল হকের ছেলে নূর নবী (৬০)।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর (চরফতেজংপুর বাজার সংলগ্ন) ও চরমুকুন্দী স্থানে নদীর তীরবর্তী কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে ট্রলার করে মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো একটি চক্র। চক্রটি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে তা পরিচালনা করতো।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি কাটার দায়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। পরে তাদেরকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়।

মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়