প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ ১২ ফেব্রুয়ারি শনিবার একদিনের সরকারি সফরে মতলব আসছেন। তিনি আজ সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে একই স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দুপুর আড়াইটায় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগদান ও মতলব দক্ষিণ উপজেলায় ৩০ হাজার মানুষের মাঝে ফেস মাস্ক বিতরণ করবেন। বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলায়ও ৭০ হাজার মানুষের মাঝে ফেস মাস্ক বিতরণ করবেন। বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে সড়কযোগে যাত্রা করবেন।