বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

পাইকপাড়ায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা
এমরান হোসেন লিটন ॥

প্রায় ৫০ ফুট দীর্ঘ বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে পুরো বাড়িতে ইটপাটকেল ছুড়ে ডাক-চিৎকার করে এক প্রবাসী পরিবারকে হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চুমুখা আলম রাজা পাটোয়ারী বাড়ি (মিজি বাড়ি)-এর অংশে সেলিম মাস্টারের বাড়িতে।

মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ শুনে তাৎক্ষণিক ওই বাড়িতে গেলে হামলার শিকার সেলিম মাস্টার গং এই প্রতিনিধিকে বলেন, শুক্রবার সকাল পৌনে সাতটায় এলাকার আকবর হোসেন বতু মেম্বার ও যুবলীগ নেতা তুহিনের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মুখোশ পরা লোক তাদের বাড়ির দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালের ৫০ ফুট ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীদের তা-ব শুনে সেলিম মাস্টার, তার ভাই লুতু পাটোয়ারী, আয়েশা বেগম সন্ত্রাসীদের দিকে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় আয়েশা বেগম মারাত্মকভাবে আহত হন এবং সন্ত্রাসীরা তাদেরকে ধাওয়া দিলে তারা কোনোভাবে জানে বেঁচে থাকার জন্যে ঘরে ঢুকে যান।

সন্ত্রাসীরা প্রায় আধাঘন্টা যাবৎ পুরো বাড়িতে তা-ব চালানোর পর সেলিম মাস্টারদের অকথ্য ভাষায় গালাগাল দেয় ও বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়