বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুরে গতকাল ২৮ জনের করোনা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ২৪১ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ২৮ জন। শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ২ জন, কচুয়ায় ১ জন ও মতলব দক্ষিণে ২, মতলব উত্তরে ৩ ও শাহরাস্তিতে ৭ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২৮ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯শ’ ৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪শ’ ৩৭ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৩ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৩৩২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২০ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৪০৯ জন, হাইমচরে ৮৯৫ জন, মতলব উত্তরে ৯৫২ জন, মতলব দক্ষিণে ১৩৭৭ জন, ফরিদগঞ্জে ১৯৬৪ জন, হাজীগঞ্জে ১৭০০ জন, কচুয়ায় ৯২০ জন ও শাহরাস্তিতে ১৭৯৫ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়