বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আবাহনীকে ৭৯ রানে হারিয়ে সেমি-ফাইনালে ভাই ভাই ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাব। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় শক্তিশালী আবাহনী ক্রীড়া চক্রকে ৭৯ রানে হারিয়ে সেমি-ফাইনালে প্রথম দল হিসেবে উঠলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আজ শুক্রবার টুর্নামেন্টের ২য় ম্যাচে অংশ নেবে পূর্ব শ্রীরামদী ক্লাব ও ক্রিকেট কোচিং সেন্টার।

গতকাল দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জয়লাভ করে আবাহনী ক্রীড়া চক্র। ব্যাট করার আমন্ত্রণ জানায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে। ভাই ভাই স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে এইচএম বাবু ৪৭ বলে ৫২ রান ও মেহেদী ২৬ বলে ৪৪ রান করেন। বল হাতে আবাহনী ক্রীড়া চক্রের শাহাদাত ২৬ রানে ২টি উইকেট নেন।

আবাহনী ক্রীড়া চক্র ১৬৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৮৩ রান করতে গিয়ে সবক’টি উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে শাহাদাত ১২ বলে ১৫ রান এবং আরিফ ১২ বলে ২৪ রান করেন। বল হাতে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাইফুদ্দিন বাবু ৪ ওভারে ৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া মুন্না ও রাব্বি ২টি করে উইকেট নেন। খেলা শেষে টুর্নামেন্টের উদীয়মান ও সেরা খেলোয়াড় হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার সাইফুদ্দিন বাবু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়