বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের সাছিয়াখালিতে একটি পরিবার অবরুদ্ধ
এমরান হোসেন লিটন ॥

সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে শত্রুতাবশত এক প্রবাসীর ঘরে খোরশেদ আলম ও শাহ আলম গং অজ্ঞাতনামা ক’জন নিয়ে তাদের বাড়ির শফিউল্লাহ মিজির ঘরে ঢুকে তার স্ত্রী জাহানারা বেগমকে মারধর এবং রক্তাক্ত জখম করে স্বর্ণের চেইন ও বিল্ডিংয়ের বিভিন্ন জিনিস ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং পরক্ষণেই ঘরের পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি সকাল দশটায় ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের সাছিয়াখালী গ্রামের মিয়াজী বাড়ির শফিউল্লাহর বসতঘর ও ঘরের সামনে।

অভিযোগের আলোকে ওই বাড়িতে গেলে দেখা যায়, শফিউল্লাহ মিজির বিল্ডিংয়ের সামনে দুই পর্বে বাঁশ দিয়ে বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সময় মারাত্মক আহত শফিউল্লাহর স্ত্রী জাহানারা বেগম জানান, একই বাড়ির খোরশেদ আলম গং গত ৭ ফেব্রুয়ারি সকাল দশটায় অজ্ঞাতনামা লোকজনসহ তাদের ঘরে প্রবেশ করে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে খোরশেদ তাকে জবাই করে দিতে চায়। এ সময় তিনি প্রাণে বাঁচার জন্যে চিৎকার ও ধস্তাধস্তি করতে গেলে ডান হাতের বাহু কেটে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যায়। পরক্ষণেই খোরশেদ ও শাহ আলম গং তাদের বসতবাড়ির চলার পথে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা জাহানারা বেগমের গলার চেইন এবং বিল্ডিংয়ের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে।

একই বাড়ির রুহুল আমিন, জাহাঙ্গীর, আব্দুল মান্নান, হাসিনা বেগম, জহিরসহ অনেকে জানান, আমরা জাহানারা বেগমের ডাক চিৎকার শুনে এসে দেখি তিনি অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। তারা বলেন, খোরশেদ ও শাহ আলম গং দুষ্ট প্রকৃতির লোক। তারা শফিউল্লাহ মিজির ঘরে ঢুকে যা কিছু করেছে তা ঠিক করেনি। এছাড়া তারা যে দাবি করে শফিউল্লাহ মিজির চলার পথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা সম্পূর্ণ অবৈধ। খোরশেদ গং উল্লেখিত স্থানে কোনো সম্পত্তি পাবে না। বিষয়টি নিয়ে শফিউল্লাহ মিজির সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। কিন্তু খোরশেদ এবং শাহ আলম গং আমার ঘরে ঢুকে এবং আমার বাড়িতে এসে যা কিছু করেছে তা অমানবিক। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ নিয়ে ফরিদগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। যার নং ১৩-০৯/০২/২২। মামলার তদন্তকারী এসআই আনোয়ার জানান, অভিযোগের আলোকে ২নং আসামীকে আমরা আটক করেছি এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়