বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সংগঠনপ্রতি পাঁচজন ব্যক্তি পর্যায়ে দুজন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে
স্টাফ রিপোর্টার ॥

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির এক সভা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি জানান, এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিকেল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। করোনার কারণে রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে আগত বিভিন্ন সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন একত্রে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

তিনি বলেন, রাজনৈতিক পর্যায়ে যাঁরা শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা নিজেরা আগে-পরের বিষয়টি অর্থাৎ কে আগে, কে পরে শ্রদ্ধা জানাবেন সে বিষয়টি নির্ধারণের জন্যে অনুরোধ করছি।

কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভোরে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন। সকল কলেজ, মাদ্রাসা, হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন করতে হবে। সকল মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনার ব্যবস্থা করতে হবে। শিশু একাডেমির তত্ত্বাবধানে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন থাকবে। ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সকল কওমি মাদ্রাসায় ২১ ফেব্রুয়ারির মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর ছাত্রদের নিয়ে আলোচনা সভা করা হবে। সরকারি কলেজ, মহিলা কলেজ, হাসান আলী এবং মাতৃপীঠ স্কুলে দেয়ালিকা প্রকাশ করা যেতে পারে। স্থানীয় সকল পত্রিকায় দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা থাকবে। এছাড়া শহরের সকল গুরুত্বপূর্ণ মোড়ে বর্ণমালা এবং ফেস্টুন দিয়ে ২০ এবং ২১ ফেব্রুয়ারি সজ্জিত করা হবে। স্থানীয় সরকার বিভাগের দপ্তরসমূহে এ দিবস উদ্যাপন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করা হবে এবং আলোকসজ্জায় সজ্জিত করা হবে। গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ এবং সরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। শহরের বড় স্টেশন মোলহেড, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড এবং হাসান আলী হাই স্কুল মাঠে ভ্রাম্যমাণ চলচ্চিত্র দেখানো হবে।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়