প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গতকাল ৯ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর জেলায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৬১ শতাংশ। এদিন ২৪৫ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ২৬ জন। শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, কচুয়ায় ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২৬ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯শ’ ৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪শ’ ১৭ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৩ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৩২৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ১৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৩৯৮ জন, হাইমচরে ৮৯৫ জন, মতলব উত্তরে ৯৪৯ জন, মতলব দক্ষিণে ১৩৭৫ জন, ফরিদগঞ্জে ১৯৬২ জন, হাজীগঞ্জে ১৬৯৮ জন, কচুয়ায় ৯১৯ জন ও শাহরাস্তিতে ১৭৮৮ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।